
কসবা (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চাঞ্চল্যকর কিশোরী গৃহবধূ মেঘলা হত্যা মামলার আসামী ঘাতক স্বামী নাঈম মিয়াকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। গত মঙ্গলবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার শীতাকুন্ড থানার কদম রসুলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নাঈম মিয়া নোয়াখালী জেলার সদর থানার বাসিন্দা। এখানে উল্লেখ্য গতকাল হত্যা মামলার নিউজটি দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত হয়েছে।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, মেঘলা হত্যা মামলার আসামী নাঈম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। ঘাতক নাঈম প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেঘলাকে হত্যার কথা স্বীকার করেন। তিনি আরো জানান, আসামী নাঈম থানা হাজতে রয়েে আজ বুধবার (১২ জুলাই) সকালে তাকে ব্রাহ্মণবাড়িয় বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য গত সোমবার (১০ জুলাই) সকালে কসবা পৌর এলাকার কালিকাপুর প্রধানমন্ত্রীর আশ্রয়ণ নিবাসে শশুর বাড়িতে বেড়াতে এসে মেঘলা আক্তার (১৬) নামক এক কিশোরী গৃহবকে কুপিয়ে হত্যা করেছে তার প্রবাসী স্বামী নাঈম (20) মেঘলা আক্তার কসবা পৌর এলাকার কালিকাপুর গ্রামের রাজমিস্ত্রী আলমগীর হোসেনের মেয়ে। এ ঘটনার মো আক্তারের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে নাঈমকে প্রধান আসামী করে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জানা যায়, নিহত মেঘলার লাশ ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে।