ইলিয়াছ হোসাইন, নিজস্ব প্রতিবেদন:
কুমিল্লার নাঙ্গলকোট রায়কোট গ্রামের কলেজ ছাত্রী ফারজানা আক্তার পিংকি (20) হত্যা মামলার দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে অপরাধীরা।
গরু চুরি করতে গিয়ে দাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় প্রাইভেট কারে বাধা দিলে পিংকিকে গাড়ি চাপায় হত্যা করে পালিয়ে যায়।গত ১৮ অক্টোবর তালতলা আটগ্রাম আঞ্চলিক সড়কের রায়কোট গ্রামে এই ঘটনা ঘটে, পিংকি রায়কোট গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। সে বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। পিংকি হত্যার ঘটনায় ১৯ শে অক্টোবর তার বাবা বাদী হয়ে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় গ্রেপ্তার দুজনের পরিচয় হলো নাঙ্গলকোট উপজেলার পরিকোট গ্রামের বখতিয়ার জসিম ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানত পুর খালপাড় এলাকার মোঃ রুবেল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়কোট গ্রামের আব্দুল কাদেরের বাড়িতে তার একটি গরু বাধা ছিল। ঐদিন ছিল শুক্রবার, বাড়ির লোকজন জুমার নামাজ পড়তে গেলে ৪-৫ জন দুর্বৃত্ত প্রাইভেটকারে ঢুকিয়ে গরুটি নিয়ে যাচ্ছিল এ সময় আব্দুল কাদেরের স্ত্রী বাধা দিলে দুর্বৃত্তরা তাকে মারধর করে, মায়ের চিৎকার শুনে মেয়ে পিংকি দৌড়ে এসে প্রাইভেট কারের সামনে দাঁড়ালে তাকে গাড়ী চাপা দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে কলেজ ছাত্রী পিংকির মৃত্যু হয়।
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, গ্রেপ্তার দুইজন অপরাধী ঘটনার সাথে জড়িত আছে বলে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদেরকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে, ঘটনা সাথে জড়িত অন্যদের গ্রেপ্তার ও ঘটনায় ব্যবহারকৃত গাড়িটি উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।