খান নাজমুল হুসাইনঃ
সাতক্ষীরায় জোরপূর্বক গাছ কর্তন করে বিজ্ঞ আদালতের ১৪৫ ধারা অমান্য করে জমি জবর দখলের অভিযোগ উঠেছে ইউনুস গংদের বিরুদ্ধে।
জানা গেছে, সাতক্ষীরা কলারোয়া উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়ন এর রামভদ্রপুর গ্রামের গোলাম হোসেন গত ইং ২৭-০৩-২০০২ তারিখ ১৮২৮ নং কোবলা দলিল মুলে (পিট দলিল) ইং ০৫-০২-১৯৯১ তারিখ ৮১১ নং দলিল ও ইং ২৪-০৪-১৯৯৬ তারিখ ১৮১৫ নং দলিল ও ইং ০৩-০৬-১৯৯৬ তারিখ ২৪৬২ নং দলিল সহ পিট দলিল উল্লেখ করে বি,আর,এস ৫১৬ নং খতিয়ানে বি,আর,এস ১৮৪৫ দাগে ১৩ শতক জমি এবং বি,আর,এস ১৮৪৬ দাগে ১৩ একর জমি ০২ দাগ মিলে মোট ২৬ শতক জমি বিক্রয় করেন রামভদ্রপুর গ্রামের মৃত নবিছুদ্দীন এর ছেলে ইউনুছ আলী ও তার স্ত্রী হোসনেয়ারা খাতুন গংদের নিকট।
উল্লেখ থাকে যে, বি,আর,এস ১৯৬৬ দাগে ০৭ শতক জমি এবং বি,আর,এস ১৯৬৭ দাগে ০৮ শতক জমি মোট ০৪ দাগের ৪১ শতক জমির মধ্যে ০২ দাগে বি,আর,এস ১৮৪৫ দাগে ১৩ শতক ও বি,আর,এস ১৮৪৬ দাগে ১৩ শতক জমি মোট ২৬ শতক জমি দখল উল্লেখ করে বিক্রি করেন।
এদিকে রামভদ্রপুর গ্রামের গোলাম হোসেন এর বি,আর,এস ৫১৬ নং খতিয়ানে বি,আর,এস ১৯৬৬ দাগে ০৭ শতক এবং বি,আর,এস ১৯৬৭ দাগে ০৮ শতক মোট ১৫ শতক জমি গোলাম হোসেন থেকে প্রাপ্ত তার দুই ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুন ও মোঃ শহিদুল্লাহ দীর্ঘ ২৫/৩০ বছর শান্তিপূর্ণ ভাবে ভোগদখল থাকা অবস্থায় লোভের আশায় বশিভূত হয়ে চলতি বছরের রামভদ্রপুর গ্রামের ইউনুছ আলীর নেতৃত্বে ভূমি দস্যু আক্তারুল ইসলাম(৪৫) ও তার একটি সক্রিয় সন্ত্রাসী বাহিনী নিয়ে গত ২৪-০২-২৪ ইং তারিখ দুপুর আনুমানিক ১ টার সময় উল্লেখিত জমিতে অবৈধভাবে জোরপূর্বক বালু ভরাট দিয়ে জমি দখলের পায়তারা চালানো হয়।
শান্তি শৃংখলা বজায় রাখার নিমিত্তে বিজ্ঞ আদালতে পিটিশন গত ২৯-০৪-২৪ তারিখ প্রতিপক্ষ ইউনুছ আলীর ইন্ধনে ভূমি দস্যু আক্তারুল ইসলাম তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন গংদের জমি দখলের পায়তারার অভিযোগে বিজ্ঞ আদালতে পিটিশন মামলা নং ২৪৪/২৪ দায়ের করেন।
বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা এবং ১৪৫ ধারা জারি করা সত্বেও আদালতের নির্দেশ অমান্য করে ইউনুছ আলী ও তার অপকর্মের সহযোগী ভূমি দস্যু আক্তারুল ইসলাম সহ একটি সক্রিয় সন্ত্রাসী বাহিনী গত ইং ২৯-০৪-২৪ তারিখ জোরপূর্বক কলারোয়া উপজেলার অন্তগত রামভদ্রপুর মৌজায় ডিপি ৫১৬ নং খতিয়ানে হাল ১৯৬৬ এবং ১৯৬৭ দাগে ১৫ শতক জমির উপর ১৫/২০ বছরের রোপনকৃত ৪ টি লম্বু গাছ সহ চারটি ফলন্ত আম গাছ কর্তন করে।
বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা আদালতের পিটিশন ২৪৪/২৪ নং মামলার ১৪৫ ধারার ফৌজদারি কাঃ বিঃ প্রাপ্ত স্মারক নং ২২৮ তারিখ ১২-০২-২৪ মতে নালিশী ও বিরোধী সম্পত্তি যাহার বি,আর,এস ৫১৬ নং খতিয়ানে বি,আর,এস ১৯৬৬ দাগে ০৭ একর এবং ১৯৬৭ দাগে ০৮ শতক মোট ১৫ শতক জমি আব্দুল্লাহ আল মামুন গং দীর্ঘ ২৫/৩০ বছর যাবত শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে আছে মর্মে গত ইং ৩১-০৩-২৪ তারিখ কলারোয়া চন্দনপুর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা শেখ মিজানুর রহমান বিজ্ঞ আদালতে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
এ বিষয় ভুক্তভোগী আবদুল্লাহ আল মামুন ও তার ভাই শহিদুল্লা আইন আদালত সহ সাতক্ষীরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।