ইফতেখার হোসেন, চট্টগ্রাম ব্যুরো- চট্টগ্রামের কর্ণফুলী থানার ১৫ নম্বর ঘাট এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছের্যাব-৭।
বুধবার (২৩ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- দক্ষিণ গরুয়া পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো.শিহাবুল ইসলাম (১৯) ও নবী হোসেনের ছেলে মো.জায়েদ(১৯)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, ১৫ নম্বর ঘাট এলাকায় অস্ত্রধারী মাদক কারবারিরা মাদকদ্রব্যক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় শিহাবুল ইসলামের কোমরথেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। এছাড়াওবিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য জব্দকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হতো।
গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানা যায় ।