
বাসদ( মার্কসবাদী)’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কমিউনিস্ট বিপ্লবী কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করাহয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) বাসদ( মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখার উদ্দ্যোগে জেলা কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
তাঁর জীবনভর অনন্য সংগ্রাম ও উন্নত চরিত্র এদেশের শ্রমজীবি মানুষের মুক্তির সংগ্রামে আলোকবর্তিকা হয়ে থাকবে।তাঁর মৃত্যুবার্ষিকীতেস্মরণসভায় আলোচনা করেন বাসদ( মার্কসবাদী) চট্টগ্রাম জেলা কমিটির সদস্য আসমা আক্তার ও জাহেদুন নবী কনক।সভা পরিচালনা করেনবাসদ( মার্কসবাদী) চট্টগ্রাম জেলা কমিটির সদস্য দীপা মজুমদার।কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর জীবনী পাঠ করেন পার্টির সংগঠক রিপামজুমদার।
উল্লেখ্য যে, কমরেড মুবিনুল হায়দার চৌধুরী ৬ জুলাই ২০২১ মৃত্যুবরণ করেন।