মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

ওজনে তেল কম দেওয়ায় নরসিংদীর শিবপুরে বান্দারদিয়া পাঠান ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট

Logo
Desk Report 2 মঙ্গলবার, ২৬ ২০২৪, ৮:৫০ অপরাহ্ণ

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার:

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, শিবপুর উপজেলার বান্দারদিয়ায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ‘মেসার্স পাঠান ফিলিং স্টেশন’ প্রতিষ্ঠান ওজনে কম দেওয়ায় জরিমানা করা হয়। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) শিবপুর উপজেলা প্রসাশন ও বিএসটিআই নরসিংদী আঞ্চলিক অফিসের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানা গেছে, বান্দারদিয়ায় মেসার্স পাঠান ফিলিং স্টেশনে পেট্রোল প্রতি ৫ লিটারে ২৮০ মি.লি কম, অকটেন প্রতি ৫ লিটারে ২০ মি.লি এবং ২টি ডিজেল ডিফেন্ডিং ইউনিটে ডিজেল প্রতি ৫ লিটারে ২০ মি.লি. ও ১০ মি.লি কম পাওয়া যায়। ওজনে কারচুপি করার দায়ে পাম্পটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই এর নরসিংদী আঞ্চলিক অফিসের পরিদর্শক (মেট) শেখ রাসেল অংশগ্রহণ করেন। এসময় তাকে ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান সহায়তা করেন।

ADVERTISEMENT

সাদ্দাম হোসেন, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর কবিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ম্যাজিস্ট্রেট। এ সময় বারবার সতর্ক করার …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি ও ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা …

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টারঃ ওমানকে হারিয়ে যুব এশিয়া কাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। মাঝের দুই ম্যাচ উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও …

চট্টগ্রাম ব্যুরো : চান্দগাঁও থানা অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই আজহারুল ইসালাম, এসআই লুৎফর রহমান,এএসআই সোহেল রানা, এএসআই রাজু …