কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র ফ্যামিলি ডে বুধবার ঐতিহাসিক মুজিবনগরে পালিত হয়। শুরুতেই মুজিবনগর স্মৃতিসৌধে দুই জেলার গণমাধ্যমকর্মীরা পুষ্পস্তবক অর্পন ও জাতির পিতা বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার মধ্যদিয়ে দিনের সূচনা হয়।
দিনব্যাপী ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের নারী ও শিশুদের নানা রকম খেলাধুলার মধ্যদিয়ে পালন করা হয়। দুপুরে মধ্যহ্নভোজের পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস ক্লাবের সকল সদস্যকে পুরস্কৃত করা হয়। একই সাথে উপস্থিত সকল শিশুর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ করেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক এসএম ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচএম বেলাল, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক আকতারুন্নবী মনা, ধর্মীয় সম্পাদক সাঈফ উদ্দীন আল আজাদ, নির্বা