ফারহানা আক্তার,
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (০২ডিসেম্বর) বেলা ১১ টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব সুমন চৌধুরী। জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় এ আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদ চেয়ারম্যান জনাব জিরুনা ত্রিপুরা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- ‘‘একে অপরের প্রতি সম্মান ও সহানুভূতির মাধ্যমে অনেক কঠিন পরিস্থিতি সমাধান করা সম্ভব। পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশের একটি অমূল্য সম্পদ। এর বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। শান্তি ও স্থিতিশীলতা ছাড়া এই অঞ্চলের যথাযথ উন্নয়ন সম্ভব নয়। আমরা সবাই মিলে একসাথে কাজ করে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত করতে পারি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে সক্ষম হব।
এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন নির্বাহী কর্মকর্তা জনাব টিটন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ফেরদৌসী বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক, পরিষদ সদস্য মো: শহিদুল ইসলাম (সুমন), প্রফেসর আবদুল লতিফ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ্ মোঃ ওয়ালী উল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা জনাব রাজু আহমেদ।