মাসুম বিল্লাহঃ
২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পুরা দূর্গা চরণ উচ্চ বিদ্যালয় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ১১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১৬ জন। এপ্লাস পেয়েছে ৫ জন। ব্যাবসায় শিক্ষা বিভাগ থেকে একজন এবং বিজ্ঞান বিভাগ থেকে ৪ জন। যাদের মধ্যে গোল্ডেন এপ্লাস পেয়েছে বিজ্ঞান বিভাগের ২ জন।
এছাড়াও এ গ্রেড পেয়েছে ২৩ জন। যাদের মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭ জন, মানবিক বিভাগ থেকে ১২ জন্য এবং বিজ্ঞান বিভাগ থেকে ৪ জন।
গোটা প্রতিষ্ঠানে মাত্র একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে (এই শিক্ষার্থীও ৩টি বিষয়ে এপ্লাস পেয়েছে, শুধুমাত্র একটা বিষয়ে ভাল করতে না পারায় কৃতকার্য হতে পারেনি)। পাসের হার শতকরা ৯৯.১৫ ভাগ।
ফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ওয়েস্টার্ন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব শহিদুল ইসলাম সরেজমিনকে বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে প্রতিভা লুকানো। এ প্রতিভাকে যে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান জাগিয়ে তুলতে পারে তিনিই সার্থক শিক্ষক এবং সেই প্রতিষ্ঠানটিই শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয় স্কুলটি বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোর মধ্যে অন্যতম। আমরা বৃহৎ জনগোষ্ঠীর কোমলমতি শিক্ষার্থীর এক ক্ষুদ্র অংশকে নিয়ে কালের খেয়ায় এগিয়ে যাচ্ছি মানুষকে মানবসম্পদে পরিণত করার মহান ব্রত সামনে রেখে। পাঠ্যক্রম অনুসরণ করে ভবিষ্যতে সুনাগরিক গড়ার প্রয়াসে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে আমাদের বিদ্যাপীঠ।