মোঃ আলমগীর হোসাইন, (গাজীপুর প্রতিনিধি)
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন’র সিটি কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
২২ নভেম্বর ২০২৪ ইং তারিখে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহ মাঠে অনিষ্ঠিত এ অনুষ্ঠানে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ দুলাল মিয়ার সভাপতিত্তে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত বাবু সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন মানবাধিকার সংরক্ষণ ও মানবতার সেবায় কাজ করবেন এই প্রত্যাশা করছি।
আজকে এই মানবাধিকার সংগঠনের গাজীপুর সিটি কমিটি ঘোষণার পর আপনারা ছিন্নমূল মানুষদের নিয়ে যে কার্যক্রম পরিচালনা করবেন আমরাও আপনাদের সাথে সহযোগিতা করবো।