শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

এম এম কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা

Logo
Desk Report 2 বৃহস্পতিবার, ২৮ ২০২৪, ৫:৩৪ অপরাহ্ণ

মোঃ ইব্রাহিম হোসেন, স্টাফ রিপোর্টারঃ

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) সকালে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে ওই কলেজের উদ্যোগে এ স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাইকেল মধুসূদন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আখতার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রফেসর মোঃ জিল্লুর বারী, বিভাগীয় প্রধান, উদ্ভিদবিদ্যা, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর ।

এসময় উপস্থিত ছিলেন উক্ত কলেজের শিক্ষক বৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ পরিবারের সদস্য বৃন্দ এবং যশোর এমএম কলেজের সকল সংগঠনের ছাত্র প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থী সহ প্রমুখ।

অনুষ্ঠানে শহিদ ইমতিয়াজ আহমেদ জাবের, শহিদ তৌহিদুর রহমান রানা, এবং শহিদ আব্দুল্লাহর বাবা, মায়ের হাতে সম্মান স্বারক প্রদান করা হয়। এসময় শহিদ পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন ।

আলোচনা ও সম্মাননা স্মারক প্রদানের পর শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

ADVERTISEMENT

এইচ এম আমজাদ হোসেন মোল্লা   বৃহস্পতিবার সন্ধ্যায় ৫ঃ৩০ ঘটিকায় গ্র্যান্ড, হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকায় বিকেএমইএর বিশেষ বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত …

মোজাহের ইসমাইল নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কোদালের ডান্ডা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। …

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টার: নরসিংদীর শিবপুরে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতীয় দৈনিক …

পার্বত্য বান্দরবানের লামায় উপজাতি বাঙালি সংঘবদ্ধ দুষ্কৃতিকারী একটি চক্র বেপরোয়া হয়ে উঠেছে। এরা লাগামহীনভাবে মানুষের সম্পদ লুট করে চলছে। অক্টোবর-২৪ লামা উপজেলা …