মোঃ রিপন হাওলাদার
মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ (এমজেসিবি) ও বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড (বিএনইজি)’র ঈদ পুনর্মিলনী এবং ফল উৎসব শনিবার (১৩ জুলাই, ২০২৪ ইং) দুপুরে দৈনিক বাংলাদেশের আলোর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনদ্বয়ের সভাপতি বাদল চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বিএনইজির সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় পাঠ্য পুস্তক রচয়িতা বীর মুক্তিযোদ্ধা ড. আলাউদ্দিন বলেন, আমাদের দেশের ফল আরো উৎপন্ন করা সম্ভব যদি আমরা সকলেই গাছের পরিচর্যা করি জমিকে সঠিক কাজে লাগাই।
বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ খানম বলেন, ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের মাধ্যমে সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়।
বিশেষ আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশের আলোর প্রকাশক ও সম্পাদক মফিজুর রহমান খান বাবু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সেবিকা রানী, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য কিরন সেরনিয়াবাত, এমজেসিবি’র সহসভাপতি নাসির উদ্দীন বুলবুল ও সাফায়েত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, বিএনইজি’র যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, কার্যনির্বাহী সদস্য আলী আশরাফ আখন্দ, মিজানুর রহমান, এমজেসিবির সহ সভাপতি সাইদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, দপ্তর সম্পাদক রিপন হাওলাদার, কার্যনির্বাহী সদস্য আবদুর রাজ্জাক, ফরহাদ হোসেন, সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র তপু মাহমুদ।
এসময় সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী মেহেরুন আশরাফ।
উপস্থাপনায় ছিলেন, এমজেসিবি’র সাধারণ সম্পাদক রারজানা সুলতানা।
সরে/আর/এইচ