সিরাজুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন কালাছড়া গ্রামের কামাল মিয়ার কণ্যা বৃষ্টির সাথে একাধারে প্রায় দুই বছর ইউক্রেনের নাগরিক আ্যান্দ্রো প্রকিপ মেসেঞ্জারে পরিচয় হওয়ার পর থেকেই কথাবার্তা চালিয়ে যান।
এক পর্যায়ে প্রেমে আবদ্ধ হয়ে পড়েন।
বাংলাদেশী মেয়ে বৃষ্টি এসএসসি পাস টুকটাক ইংরেজি বলতে পারেন।
বছর দুয়েক আগে ফেইসবুকে আ্যদ্রো প্রকিপকে
ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান সেও এ্যাকসেপ্ট করেন
তারপর থেকেই আলাপআলোচনা শুরু
পরে প্রেমে আবদ্ধ হোন।
কথাবার্তায় প্রায় সময়ই প্রকিপ বলতেন বৃষ্টিকে বিবাহ করবেন।
গত ১৯ ডিসেম্বর আ্যাদ্রো প্রকিপ বাংলাদেশে আসেন সে দিনই নাম পরিবর্তন করে মোহাম্মদ রেখে বিবাহে আবদ্ধ হোন।
বৃষ্টি জানান আমি তাকে পেয়ে অনেক খুশি।
আমি তার সাথে ইউক্রেনে যেতে প্রসেস করছি।
প্রকিপ জানান বাংলাদেশ আমার নিকট অনেক ভালো লাগে আমিও বৃষ্টিকে পেয়ে অনেক আনন্দিত।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ফরহাদ আলী জানান
ছয় হাজার কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসবে এমন ঘটনা বিরল প্রেমের এমন ঘটনায় তারা সবাই খুশি।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ জন এ দম্পতিকে দেখতে আসছেন।