
সাজেদুল হক প্রান্ত, নরসিংদী থেকে:
এবারও ঢাকার নামিদামি কলেজকে টপকিয়ে বাংলাদেশের সেরা ২য়তম হয়েছেন নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ।
এ কলেজে শতভাগ পাশ করেছেন। সর্বমোট ১৩৯৫জন পরিক্ষার্থীর মধ্যে ১১৮১জন জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এ ধারাবাহিকতা রক্ষা করতে পেরে খুবই আনন্দিত হয়েছে কলেজের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা,শিক্ষক ও ছাত্র—ছাত্রীরা।
এইচএসসি পরিক্ষায় এবারও দেশ সেরা ২য়তম হয়েছেন নরসিংদী আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। সর্বমোট ১৩৯৫জন পরিক্ষার্থীর মধ্যে ১১৮১জন জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এখানে ১০০% সকলেই পাশ করেছেন। বিজ্ঞানে ৯২৬জন ,ব্যবসায় শিক্ষায় ১৯১জন এবং মানবিক শাখায় ২৭৮ জন জিপিএ ৫.০০ পেয়েছেন।
প্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০০৮ সালে প্রথম যা ৯৯%, ২০০৯ সালে শতভাগ পাশসহ ঢাকা বোর্ডে কতৃর্ক পঞ্চম এবং সমগ্র বাংলাদেশে ষষ্ঠ স্থান, ২০১০ সালে শতভাগে চতুর্থ ও ঢাকা বোর্ডে কর্তৃক জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়। ২০১১ সালে ঢাকা বোর্ডে টপ টুয়েন্টিতে সপ্তম স্থান এবং শতভাগে চতুর্থ স্থান, ২০১২,২০১৩ ও২০১৪ সালে ঢাকা মোর্ড তথা সমগ্র বাংলাদেশে শতভাগ পাশসহ টপ টুয়েন্টিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। শিক্ষাবোর্ডে কতৃর্ক টপ টুয়েন্টি ফলাফল পদ্ধতি বাতিল করায় সামাজিক ও গনমাধ্যমের তথা ও উপাত্ত অনুযায়ী ২০১৫ সাল থেকে সেরা ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে আসছেন।
এসএসসিতে বিজ্ঞান শাখায় ৯০৩জন,ব্যবসায় শিক্ষা শাখায় ২৯জন এবং মানবিক শাখায় ৯৫ জন সর্বমোট ১০২৭ জন জিপিএ ৫.০০নিয়ে ভর্তি হয়ে এবারও এর পূর্বে ধারাবাহিকতা ধরে রাখতে পেরে খুবই আনন্দিত হয়েছে এমনটাই জানালেন কলেজের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা ।
নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা জানান, এ ফলাফল বৈষম্য ছাত্র—জনতা আন্দোলনে আহত নিহতদের প্রতি উৎসর্গ করা হলো। এ কলেজ সামনে আরো ভাল ফলাফল করার জন্য সকলের দোয়া ও ভালবাসা চান তিনি।