
সাজেদুল হক প্রান্ত (রিপোর্টার):
এনআইডি সহ নারীদের পরিচয় যাচাইয়ের চেহারা ও ছবি মেলানোর মতো সেকেলে পদ্ধতি বাতিলের দাবীতে নরসিংদীতে পর্দানশীন নারীরা সমাবেশ করেছেন। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী উপজেলা পরিষদ, নির্বাচন কর্মকর্তা, জেলা পশাসক কার্যালয়ে সামনে পর্দানশীন নারীরা এ সমাবেশ করেন। সমাবেশ শেষে জেলা প্রশাসক, নির্বাচন কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করে তারা।
এ সমাবেশের মাধ্যমে নারীরা তারা তিনটি দাবি পেশ করেন অন্তর্বর্তী সরকারের কাছে। দাবী গুলো হলো, বিগত ১৬ বছর যাবত যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনা। পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসীর অধিকার অক্ষুন্ন রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা। সকল ক্ষেত্রে পরিচয় সনাক্তে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা। পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ায় সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখা।
জাতীয় নির্বাচন কমিশন ও শিক্ষা মন্ত্রনালয় অনতিবিলম্বে আমাদের দাবীসমূহ পূরণ করবে অন্যথায় দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমান ও পর্দানশীন নারীরা বৃহৎ পরিসরে আন্দোলনে নামবে বলে হুশিয়ারী দেন।
#