শফিকুল ইসলাম শরীফ স্টাফ রিপোর্টার
এডঃ এম এ মান্নান কে জেলা বিএনপির আহবায়ক করায় ব্রাহ্মণবাড়ীয়া নবীনগর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল
এডঃ এম এ মান্নান কে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক ও আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ কে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়ায় নবীনগর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে । রবিবার সকালে মিছিলটি পৌর এলাকার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, কৃষক দলের আহবায়ক জহিরুল হক জরু প্রমুখ।
বক্তারা এডঃ এম এ মান্নান কে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক ও আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ কে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বি এন পি’ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব এডঃ রহুল কবির রেজভী কে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।