
কাজী তানভীর, ফেনী সদর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ফেনী জেলা শাখার জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি (রবিবার) বিকেলে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে এই জনসভা অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দীর্ঘ একযুগ পর ৩১ দফা বাস্তবায়নে উক্ত কর্মসূচি পালন করে বিএনপি ফেনী জেলা শাখা।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আবু তালেব, মশিউর রহমান বিপ্লব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু প্রমুখ। এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, এম এ খালেক, গাজী হাবীব উল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস বাকশাল প্রতিষ্ঠার ইতিহাস। আমরা জানতাম বাকশালী শেখ হাসিনার পতন হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ৫ আগস্ট হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে অবশেষে শেখ হাসিনা পালিয়ে গেল, একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করুন। …কয়েকটি দল আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে। তাদের মতলবটা কী? ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও পৌরসভা নির্বাচন করতে আরো এক বছরেরও বেশি সময় লেগে যাবে। এতে নির্বাচন বিলম্বিত হবে। আবার আনুপাতিক হারে নির্বাচনের কথা বলা হচ্ছে। আনুপাতিক হারে নির্বাচন বিএনপি মানবে না।’
এসময় সমাবেশ সফল করতে ফেনী বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠন খন্ড খন্ড মিছিল নিয়ে মিজান ময়দানে এসে জড়ো হয়েছেন। সমবেত সহস্রাধিক নেতাকর্মীর সামনে সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যে অন্তবর্তী সরকারের প্রতি অবিলম্বে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার করে দেশকে নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।