শফিকুল ইসলাম শরীফ স্টাফ রিপোর্টার,
কোন সাফাদি টাফাদির সাথে আমার মিটিং হয়নি,
একটি মহল গণঅধিকার পরিষদকে প্রশ্নবিদ্ধ করার জন্য ষড়যন্ত্র করছে, কোন সাফাদি-টাফাদির সাথে আমার মিটিং হয়নি', এমন দাবী করেছেন নুরুিল হক নুর।
সোমবার রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে পরিষদের প্রথম কাউন্সিলে দিনব্যাপী ভোটগ্রহণ চলাকালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এসব জানান দলের সদস্যসচিব নুর।
নুর সাংবাদিকদের বলেন, গণঅধিকার পরিষদের কাউন্সিলটি একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে ভোটার ও কাউন্সিলরগণ ভোট দিচ্ছেন।
বিশেষ করে এই কাউন্সিলের আরেকটি চমক, শেষ সময়ে দেখা গেছ গণঅধিকার পরিষদের নেতাকর্মী যারা দিকভ্রান্ত হয়েছিলেন, সরকারে ফাঁদে পড়ে যারা
গণঅধিকার পরিষদ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, তাদের অনেকেই শেষ পর্যন্ত নিজেদের ভুল বুঝতে পেরে গণঅধিকার পরিষদে ফিরে এসেছে।
রেজা কিবরিয়ার প্রসঙ্গে নুর বলেন, রেজা কিবরিয়াকে গঠনতান্ত্রিক উপায়ে গণঅধিকার পরিষদ থেকে অপসারণ করা হয়েছে। তিনি এই পরিষদের আর কেউ নন।