
আবু সাঈদ, চকোরিয়া উপজেলা প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাসেম আলী মিয়াজী সিকদার পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ দুপুর ২টার দিকে হঠাৎ করে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, গ্রামটি ঘনবসতিপূর্ণ হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় ১৫ থেকে ২০টি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০টি পরিবার তাদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেউ সামনে এগিয়ে গিয়ে কিছু করার সাহস করতে পারেনি। পরিবারের সদস্যরা চোখের সামনে নিজের বাড়িঘর ও সহায়-সম্বল পুড়ে যেতে দেখলেও কিছুই করতে পারেননি। অনেকেই আতঙ্কে মাটিতে লুটিয়ে পড়েন। কেউ কেউ বোবার মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে শুধু দেখেছেন এই নিদারুণ দৃশ্য।
অগ্নিকাণ্ডের এক পাশে ছিল পানিভর্তি খাল, কিন্তু আগুনের প্রচণ্ড উত্তাপের কারণে কেউ পানির কাছে গিয়েও আগুন নেভানোর চেষ্টা করতে পারেনি।
খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে প্রায় সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে স্থানীয় অনেকেই ধারণা করছেন, পাশের একটি বিদ্যুতের খুঁটিতে লাগানো তারের সঙ্গে গাছের ডালের ঘর্ষণ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে। দ্রুত তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনসহ সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।