
সাউকি বিপ্লব, বিশেষ প্রতিবেদকঃ
কথা বলছি এমন এক ব্যক্তিত্ব নিয়ে যার রয়েছে একাধিক পরিচয় এবং গুণাবলী।
তিনি সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে স্বীয় অবদান তুলে ধরেছেন। তাই তাকে একটি পরিচয় সীমাবদ্ধ রাখা অসম্ভব।
তিনি একাধারে একজন কবি, কলামিষ্ট , রাজনৈতিক বিশ্লেষক, গীতিকার, সমাজ বিশ্লেষক এবং স্বনামধন্য একজন রাজনীতিবিদ। তিনি আর কেউ নন, তিনি হলেন, জনাব, অথই নুরুল আমিন।
তিনি একজন সুনাগরিক হিসেবে ইতিমধ্যে উল্লিখিত প্রতিটি ক্ষেত্রেই সফলতার স্বাক্ষর রেখেছেন। তিনি একটি সম্ভ্রান্ত ও বর্নাঢ্য পরিবারে জন্মগ্রহণ করলেও বরাবরই তিনি ছিলেন মানবিক এবং অসহায়ের প্রতি সহানুভূতিশীল।
সমাজের সকল শ্রেণী পেশার মানুষ তার নিকট হতে সমানভাবে সহযোগিতা পেয়েছেন। তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছেন।
পরিবারের সকল অভিভাবক হওয়ার পাশাপাশি দেশ ও সমাজের জন্য তিনি একজন সফল ব্যক্তিত্ব। দেশের আপামর জনসাধারণের স্বার্থে অথই নুরুল আমিনের মত ব্যক্তিত্ব সময়ের দাবি কারণ এ ধরনের মানবিক লোকেরা সমাজের নেতৃস্থানীয় জায়গায় অবস্থান করলে সমাজ ও দেশের জন্য মঙ্গলজনক।
তার এই সাফল্যমন্ডিত বর্ণিত জীবনের দীর্ঘায়ু কামনা করে সকল পেশাজীবী মানবিক সমাজ।
(চলমান)