মোঃ রবিউল ইসলাম রবি স্টাফ রিপোর্টার
দেশে শুরু হয়েছে ৩০/০৬/২৪ থেকে এইচএসসি দাখিল ও সমমানের পরিক্ষা।সকল পরিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে,আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য ব্যবসায়ী বাদল শেখ বলেন।লেখাপড়ায় মনোযোগ দিয়ে ভালো রেজাল্ট করার চেষ্টা করো।তোমার বাবার হাড় ভাঙ্গা পরিশ্রম মায়ের স্বপ্ন পরিবারের অন্যান্য সদস্যদের আশা আকাঙ্ক্ষা,তোমার পড়া লেখাকে ঘিরে।অনেক বাবা মা তাদের চিকিৎসার টাকা ভেঙে সন্তানের পরিক্ষার ফরম ফিলাম করিয়েছেন।অনেক মা না খেয়ে সন্তানদের খাইয়ে কলেজে পাঠিয়েছেন।অনেক বাবা ছেড়া পোষাক পরে সন্তানের স্কুল ড্রেস কিনে স্কুলে পাঠিয়েছেন।তাই শিক্ষার্থীদের উদ্দেশ্য বলবো তোমার চেয়ে সম্পদ তোমার পিতার মাতার কাছে আর কিছু নেই।পাশাপাশি পিতা মাতা ও অভিভাবকদের উদ্দেশ্য বলবো।আপনি আপনার সন্তান কে দেখভাল করুন।সে কার সাথে মিসছে কার সাথে খেলছে নাকি মাদকের ভয়াবহ সোবলে আক্রান্ত হচ্ছে।সন্তানের পাশে থেকে তাকে সাহস দিন একটু মমতায় বলুন তুমিও পারবে। কড়া শাষন করতে গিয়ে তাদের মস্তিষ্ক বিকৃতি করে দিয়েন না।শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব আছে তেমনি কর্তব্যটাও অনেক।সকলের জন্য দোয়া ও শুভকামনা জানাই,সকলের মঙ্গল কামনায় আমি বাদল শেখ সদস্য আশুলিয়া থানা যুবলীগ।