সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ এ চলবেনা অধস্তন 

Logo
ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার, ০৮ ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ণ
রাশেদা বেগম, রিপোর্টার চট্টগ্রাম
সম্প্রতি দেশে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র-নাগরিক আন্দোলনে পুলিশ তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালন করতে গেলে কিছু পুলিশের অতি উৎসাহী কর্মকান্ডে দেশবাসীর তোপের মুখে পড়েন তারা।ছাত্রদের উপর সরাসরি গুলি করাকে কেন্দ্র করে এবং পলাতক সরকারের পক্ষে কাজে নেমে দেশে ভিলেন হলেন পুলিশ। সারাদেশে থানা স্টেশনসহ বিভিন্ন পুলিশলাইনে হামলা হয় এই কয়দিনে পুলিশের এমন হেন কাজের প্রতিবাদ স্বরূপ।
এদিকে সরকারি পতনে নিরাপত্তাহীনতায় ভুগছে সারাদেশের পুলিশসদস্য।গণধোলায়ে প্রাণহানি ও ঘটেছে অনেকের।এই পরিস্থিতিতে সারাদেশের অধস্তন কর্মকর্তারা অনেকেই কর্মবিরতি ঘোষণা করেছেন অনেকেই আবার দায়িত্বে অটল আছেন।পুলিশ সদস্যবৃন্দ জানায়,ঊর্ধ্বতন কর্মকর্তা বিশেষ করে বিসিএস ক্যাডারদের আদেশ মানতে গিয়ে দেশবাসীর কাছে ভিলেন হয়েছেন তারা।শুধু তাই নয় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে আবার ছেড়েও গেছেন বলে অভিযোগ করা হয়।আজ সিএমপি তে এই মর্মে সংবাদ সম্মেলন করেন সকল সিভিল পুলিশ সদস্যবৃন্দ। তারা নতুন আইজিপি নয় বরং অন্তর্বতিকালীন সরকার কিংবা সেনা প্রধানের কাছে তাদের দাবী জানাতে চান এবং এত পুলিশ হত্যা ও বেওয়ারিশ হিসাবে দাফন সহ,কথায় কথায় আদেশ না মানার মত বিভিন্ন দাবী উত্থাপন করেন।তারা বলেন,দেশের জণগণ কিংবা শিক্ষার্থীদের সাথে তাদের কোনো পূর্ব শত্রুতা ছিলনা কিন্তু তাদেরকে আদেশের বলির পাঠা হয়েছে।এভাবেই দাবী পূরণ না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না এবং আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানায় এসকল পুলিশ সদস্যবৃন্দ। তাছাড়া
প্রধানের ভয়-ভীতিতে ডিউটি জয়েন করলে চিরতরে দাসত্বের কবলে পড়তে হবে এমন শঙ্খাও রয়েছে তাদের।বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে স্বল্প সংখ্যক পুলিশ সহ সিএম পি পাহারায় আছেন বাংলাদেশ সেনাবাহিনী।
ADVERTISEMENT

রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের নির্বাহী …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে মিলাত …

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …