
খাদেমুল ইসলাম, স্টাফ রিপোর্টার– চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে বর্তমানসরকারের আমলে। সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভায় এই কথা বলেন সন্দ্বীপেরসাংসদ মাহফুজুর রহমান মিতা।
রোববার (১৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে সন্দ্বীপ হারামিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভার আয়োজন করা হয়।
পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপেরসাংসদ মাহফুজুর রহমান মিতা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ হোসেন, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি রহিমউল্যা।
মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মাহফুজুর রহমান মিতা বলেন, উন্নয়নের সরকার মানে শেখ হাসিনা সরকার।সন্দ্বীপে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় গ্রীড থেকে বিদ্যুত দিয়েছেন, ব্লক বেড়িবাঁধ করে দিয়েছেন, রাস্তা ঘাট ব্রীজ কালবাট সহ বিভিন্ন স্কুলকলেজ মাদ্রাসার বহুতল ভবন নির্মান করেছেন। বর্তমানে সামাজিক সুরক্ষার আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সহনানান ভাতা ও প্রধানমন্ত্রীর বিশেষ সহযোগিতা কার্যক্রম চালু রয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো নৌকা মার্কায়ভোট দিয়ে ৫ম বারের মত ক্ষমতায় আনতে বলেন দ্বীপবাসিকে। সন্দ্বীপবাসির স্বপ্ন একটি নিরাপদ নৌ রুট এবং ভবিষ্যতে সন্দ্বীপবাসি একটি সেতুর স্বপ্ন দেখছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হলে সেতুর স্বপ্ন বাস্তবায়ন হবে একদিন।
অনুষ্ঠানে সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী সহ সামাজিক সুরক্ষার আওতাধীনসুবিধাভোগী ব্যক্তিগন উপস্থিত ছিলেন।