বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: ওমর ফারুক ও খোকন খান

Logo
ডেস্ক রিপোর্ট বুধবার, ০৩ ২০২৪, ১১:২২ পূর্বাহ্ণ

মোঃ ইব্রাহিম হোসেনঃ বরহামগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সংসদ এর নির্বাচিত সাবেক ভি.পি ও সদ্য সমাপ্ত ত্রি-বার্ষিক সম্মেলনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মোঃ ওমর ফারুক এবং ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদ্য সমাপ্ত ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং কাদেরিয়া মাদ্রাসার কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মোঃ খোকন খান বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়া একমাত্র আওয়ামী লীগের লক্ষ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশে সকল ধর্মের মানুষ শান্তিতে আছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত ঢাকা-১৩ আসনের ২৯ নং ওয়ার্ডের নির্বাচনী এলাকায় ঢাকা-১৩ আসনের উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারনাকালে এসব কথা বলেন।
মোঃ ওমর ফারুক ও মোঃ খোকন খান বলেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকার ফলে জনগণ সুফল পাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলা গড়ে তোলা এবং সেই লক্ষ্যেই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
গণসংযোগে অংশ নিয়ে মোঃ ওমর ফারুক ও মোঃ খোকন খান বলেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যাঁর যাঁর এলাকার কেন্দ্রে কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন। নৌকা প্রতীককে বিজয়ী করে আনবেন। আমরা সবাই একসঙ্গে কাজ করে ঢাকা-১৩ আসন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাইকে উপহার দেব।
মোঃ ওমর ফারুক ও মোঃ খোকন খান আরো বলেন, আমরা ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাইয়ের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষের কাছে গিয়ে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চেয়ে ধারাবাহিক ভাবে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, মেট্রোরেল, পায়রা সমুদ্র বন্দর, পদ্মা সেতুতে ট্রেন চলাচল, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল সহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। ভূমিহীন ও গৃহহীনদের জন্য জমিসহ ঘরের ব্যবস্থা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্ন ধরণের ভাতার ব্যবস্থা, প্রতিবছর পয়লা জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, ৫৬৪ টি মডেল মসজিদ নির্মাণ, সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সহ অসংখ্য ব্রীজ রেললাইন স্থাপন ও নতুন নতুন রাস্তা তৈরি করে যোগাযোগ ব্যবস্থা উন্নত সহ দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। যে কারণে আজকে বাংলাদেশ উন্নয়নশীল ও ডিজিটাল দেশে পরিণত হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আবারো জননেত্রী শেখ হাসিনাকে সরকার গঠন করে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান।
গণসংযোগ ও প্রচারনাকালে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াদুদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল মান্নান, মোহাম্মদ নাসির উদ্দীন খান মনির, মোঃ আলমঙ্গীর হোসেন, রেহানা আফরোজ (জলি), জামাল আহম্মেদ, এসএম আজমির হোসেন, মোঃ আল আমিন সরকার, মোঃ জহির উদ্দিন তালুকদার, মোঃ শামসুল হুদা, নিলুফার ইয়াসমিন শিলা, ফাতেমা খান (ইতি), ঝুনু, গোলাম মোস্তফা সহ ২৯ নং ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ সহ প্রমুখ।

ADVERTISEMENT

নিউজ ডেস্কঃ মঙ্গলবার আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ আলতাইয়েব আশাবাদ ব্যক্ত করেছেন যে্‌ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নতির পথে এগিয়ে যাবে। …

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টারঃ নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, স্বাধীনতার পর একদলীয় বাকশাল কায়েমের কারণে …

মাসুম বিল্লাহ, নিউজ ডেস্কঃ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাহী সদস্য রুবিনা আক্তার গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল …

গত ৫ ই নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের ৬০ তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস …