
দেলোয়ার হোসেন
রাজধানীর উত্তর বাড্ডায় রাজউকের নিয়ম কানুন অমান্য করে ভবন নির্মাণের তথ্য পাওয়া গিয়েছে।
তথ্য সূত্রে সরেজমিনে গিয়ে উত্তর বাড্ডা পূর্বাঞ্চল সড়কের ৪ নং লেনের ২৬৪/৬৫ নং দাগে নিয়মবহির্ভূত ভাবে নির্মিত এমন ভবন নির্মাণের চিত্র দেখা যায়।জানা যায় ভবন মালিক মোঃ আব্দুল কাদের ভবনটির ৮ তলা নির্মাণ অনুমোদন নিয়ে নকশার ব্যত্যয় করে নির্মাণ কাজ করছেন।
এ বিষয়ে ভবন মালিকের সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করে নিয়ম অমান্য করে ভবন নির্মাণের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,আমি নিয়ম অনুযায়ী করছি।রাজউকের পরিদর্শক এসেছিল তিনি বাড়ির সামনে নির্মাণ সামগ্রী দেখে
অসন্তোষ হয়েছে।সড়কটি বর্তমানে ৬ ফুট দৃশ্যমান আছে কিন্তু নকশায় ৮ ফুট দেখানো হয়েছে আমার স্থাপনার মধ্যে এক ফুট পড়েছে তিনি বলেছেন আমি তা ভেঙে দিবো। আমি ঢাকার বাহিরে আছি এসে তা অপসারণ করবো।
প্রতিবেদকের সাথে কথোপকথনের অনেক দিন অতিবাহিত হয়েছে কিন্তু ব্যত্যয় অংশ ভবন মালিক অপসারণ না করে পূর্বের মতো নির্মাণ কাজ চলমান রেখেছেন। ইতিমধ্যে ৫ তলা পর্যন্ত কাজ শেষ হয়ে গেছে।
সংশ্লিষ্ট এলাকার ইমারত পরিদর্শকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি সাইট পরিদর্শন করেছি। তাকে অনুমোদিত নকশার ব্যত্যয় করে নির্মাণ কাজ করার বিষয়টি অবগত করা হয়েছে।
ভবন মালিক তার নিজ দায়িত্বে তা অপসারণ করে নকশার নিয়ম অনুযায়ী তার নির্মাণ কাজ সম্পন্ন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।যদি তিনি তা না করেন আমাদের বিধি মতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।