মোঃ গিয়াস উদ্দিন লিটন, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর মহব্বত আর আল্লাহর সন্তুষ্টির জন্য, তাৎপর্যপূর্ণ এ দিনটিকে, বিশ্ব মুসলিম উম্মাহ ঈদ-ই মিলাদুন্নবী হিসেবে পালন করে।
তারই ধারাবাহিকতায়
যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকার মধ্যম সরাইপাড়া হাফিজ কমিশনার বাড়ীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিলের প্রধান মেহমান হিসেবে ওয়াজ করেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ, মৌসুমী আবাসিক জামে মসজিদের খতিব মুফতি আমান উল্লাহ বিন উসমান গনি। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন বহরা জামে মসজিদের পেশ ইমাম হযরতুল আল্লামা মাওলানা মোঃ কামাল হোসাইন। মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ দিদারুর রহমান (সুমন) অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আহবায়ক মোঃ সাইফুল আলম ও আহবায়ক কমিটির সদস্য মোঃ ফোরকান মিয়া মনু, আলী আজগর সুমন, মোঃ ইলিয়াস, এরশাদুর রহমান,মোঃ কাউসার, সৈয়দুর রহমান, পিপল, রাজু চৌধুরী প্রমুখ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মাহফিলের শুরুতে কোমলমতি শিশুদের সুমধুর কন্ঠে কোরআন তেলাওয়াত ও গজল পরিবেশন করা হয়। মাহফিলে বক্তারা বলেন
মিলাদুন্নবী (সাঃ) এর অর্থ নবী (সাঃ) এর জন্ম অনুষ্ঠান। ধীরে ধীরে এর সঙ্গে ‘ঈদ’ শব্দ যোগ হয়ে ‘ঈদে মিলাদুন্নবী (সাঃ) রূপ লাভ করে। যার অর্থ মহানবী (সাঃ)এর জন্মোৎসব।
রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে শুভাগমন করেন মানবতার মুক্তিদূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ)। এই মাসে তিনি প্রিয় জন্মভূমি মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেন। রবিউল আউয়াল মাসেই তিনি ইন্তেকাল করেন। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।