মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

ঈদযাত্রায় সন্দ্বীপের শিক্ষার্থীদের জন্য স্পেশাল সার্ভিস

Logo
ifnews05@gmail.com মঙ্গলবার, ২৭ ২০২৩, ১১:০২ পূর্বাহ্ণ

ওমর ফয়সাল, বিশেষ প্রতিনিধি- হিউম্যান ২৪ নামে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপের শিক্ষার্থীরা বিনামূল্যে ঈদযাত্রায় বাড়ী আসছেন। উপকূলীয় এই উপজেলার শিক্ষার্থীদের জন্য এই নিয়ে দ্বিতীয়বারের মত ফ্রি ঈদ যাতায়াতের ব্যবস্থা করেছে হিউম্যান টুয়ান্টি ফোর সংগঠনটি। এ কর্মসূচিতে সহযোগীতা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিলটন এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য ব্যবসায়ী আফতাব খান অমি।

 

এ বছরের ঈদুল ফিতরের সময়ও সন্দ্বীপের শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে যাতায়াত সেবার এই কর্মসূচি চালু হয়েছিল। এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্দ্বীপের শিক্ষার্থীরা কুমিরা-গুপ্তছড়া নৌ-রুট দিয়ে ঈদ উপলক্ষ্যে সোমবার চট্টগ্রাম শহর ও দেশের বিভিন্ন এলাকা থেকে সন্দ্বীপ পৌছেছে।

শিক্ষার্থীদের চট্টগ্রামের হালিশহর থেকে বাস যোগে সীতাকূন্ডের কুমিরা নেয়া হয়েছে। কুমিরা থেকে নৌ-পথে স্টিমার এমভি আইভি রহমান যোগে সন্দ্বীপের গুপ্তছড়ায় পৌছায়। চট্টগ্রাম থেকে মঙ্গল ও বুধবার আরো দুইদিন এই কর্মসূচি চলবে। শিক্ষার্থীদের ঈদ যাত্রা উপলক্ষ্যে চট্টগ্রামের হালিশহরে সোমবার সকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হিউম্যান ২৪ এর প্রধান নির্বাহি সালেহ নোমান, বিশিষ্ট সমাজকর্মী ও আওয়ামীলীগ নেতা গাজী মোহাম্মদ আনিসুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক শোয়াইব উদ্দিন হায়দার, তাহের- মনজুর কলেজের অধ্যক্ষ মোকতাদের আজাদ খান, সন্দ্বীপ ইয়ুথ ক্লাবের সভাপতি মাহবুবুল মাওলা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী নুরুল ইসলাম শিমুল। এসময় সালেহ নোমান বলেন, সন্দ্বীপে যাতায়াত যেমন কষ্টসাধ্য তেমনি ব্যয় সাপেক্ষ, সেই কারনেই শিক্ষার্থীদের বাড়ী ফেরায় কিছুটা স্বস্তি দেয়ার জন্য বিনামূল্যে ঈদ যাত্রার আয়োজন করা হয়েছে। গাজী আনিসুর রহমান বলেন, সন্দ্বীপের ঈদ যাত্রায় শিক্ষার্থীদের জন্য এই আয়োজন সমাজ সেবার অনন্য নজির হয়ে থাকবে। ফ্রি ঈদ যাত্রায় অংশ নেয়া শিক্ষার্থী মোহাম্মদ হাসিম বলেন, মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার কারনে সন্দ্বীপের শিক্ষার্থীরা হাতে সময় নিয়ে চট্টগ্রাম শহরে আসতে হয়। চট্টগ্রাম শহরে শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে উদ্যোগ নেয়া প্রয়োজন। ফ্রি ঈদযাত্রা সার্ভিস নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের স্ব- স্ব শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় পত্রের তথ্য দিয়ে অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। অফলাইনেও চট্টগ্রামের হালিশহরের নির্ধারিত দুটি ঠিকানায় রেজিস্ট্রেশন করার ব্যবস্থা রাখা হয়েছে।

ADVERTISEMENT

মোঃ নুর ইসলাম সবুজ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং …

বান্দরবানের লামায় জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ, আহত ও বীর শহীদদের স্মরণে স্মরণসভা-মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা জেলার লাকসাম উপজেলার গোবিন্দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ই ডিসেম্বর) …

ইলিয়াছ হোসাইন, নিজস্ব প্রতিবেদক: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর সভ্যতা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক …