আলফাডাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নিবর্বাচনে ফরিদপুরে-১ আসনের ঈগল মার্কার (আরিফুর রহমান দোলন)এর একনিষ্ঠ কর্মী মোঃসলেমান শেখ, কামারগ্রাম পশ্চিমপাড়া। নৌকা বিজয় হওয়ায় দল পাল্টিয়ে তওবা করে ঈগল থেকে নৌকার পক্ষে যোগদান করেন।এসময় তিনি বলেন নির্বাচন আসার আগে আমি নৌকার পক্ষেই ছিলাম আমাকে প্রলোভন দেখিয়ে জোর করে ঈগল মার্কার প্রার্থী তার লোকজন দিয়ে দলে নিয়ে আমায় ভোট চাওয়ায় এবং বিভিন্ন গণসংযোগ করায়।এতে আমি মনে মনে ক্ষুদ্ধ হই কারণ সারা জীবন আওয়ামী লীগের পক্ষে কাজ করলাম নৌকায় ভোট দিলাম আর এখন চাপে পড়ে স্বতন্ত্র প্রার্থীর কাজ করতে হবে।তিনি আরও বলেন গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইনামুল হাসান ও আওয়ামী লীগ নেতা নুর আলমের সাথে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের জন্য কাজ করেছেন। হঠাৎ করে গ্রামে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তার লোকজন আমাকে ভুলভাল বুঝিয়ে ঈগলের কাজ করায়। তাই আমি সলেমান আর ভুল করতে চাই না আমি যতদিন বাঁচব ইনামুল চেয়ারম্যান ও নুর আলমের সাথেই থাকব তাই বলে তওবা করেন। এসময় তাকে মালা পড়িয়ে ও শপথ করিয়ে বরণ করে নেন গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নুর আলম মিয়া সহ আওয়ামী লীগের সমর্থকেরা।
নাঈম
০১৮৩৮৯৬৬৩১১