
ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে পেশাজীবী সাংবাদিকরা আজ বুধবার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,সাধারণ সম্পাদক এডভোকেট জসীমউদ্দীন, সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, আইন বিষয়ক সম্পাদক জুলহাস উদ্দিন, চ্যানেল ২৪ এর সাংবাদিক নুরুচ্ছফা মানিক, সাংবাদিক রফিকুল আলম,আব্দুর রহিম হৃদয়, আব্দুর রউফ, দেব প্রসাদ ত্রিপুরা, ছোটজন বিশ্বাস, মাঈন উদ্দিন, দহেন ত্রিপুরা, খাগড়াছড়ি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রবিউল ইসলাম ।
বক্তারা স্যাটেলাইট টিভি চ্যানেল নিউজ টুয়েন্টি ফোর,বাংলাদেশ প্রতিদিন ও কালের কন্ঠ সহ মোট সাতটি গণমাধ্যমের উপর একযোগ হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এসব দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধান করার জন্য বর্তমান সরকারের কাছে আহ্বান জানান।মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন
গণমাধ্যম কর্মীরা সহ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।