সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের প্রতিবাদে গাজীপুরে সমাবেশ

Logo
Desk Report 2 রবিবার, ২৫ ২০২৪, ৯:১২ অপরাহ্ণ

গাজীপুর থেকে মোহাম্মদ কাজলের প্রতিবেদনঃ

গাজীপুর: দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মীর উপর হামলা ও প্রতিষ্ঠানে ভাঙচুরের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে গাজীপুরে সাংবাদিকদের সমাবেশ।

রোববার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা এ সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের গাজীপুর জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন- গাজীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শাহ্ শামসুল হক রিপন, সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক শরীফ আহমেদ শামীম, সাংবাদিক রুহুল আমিন সজিব, রেজাউল বারী বাবুল, রিপন আনসারী, আফজাল হোসেন, মাহবুব হোসেন মেহেদী, মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

দেশের শীর্ষস্থানীয় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান ও দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, একটি সংঘবদ্ধ চক্র গণমাধ্যম কর্মী এবং প্রতিষ্ঠানের উপর হামলা ও ভাঙচুর চালাচ্ছে। হামলাকারীরা সাধারণ ছাত্র ও জনতার উপর দোষ চাপিয়ে দিতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে। গণমাধ্যমের উপর এসব হামলাকারীদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবি করেন বক্তারা। এছাড়া দেশের মূল ধারার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং দেশের মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা।

প্রতিবাদ সমাবেশে দেশ রূপান্তরের সাংবাদিক আমিনুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক হাসমত আলী, মানব কন্ঠের শামসুল হক ভূঁইয়া, বাংলানিউজ টোয়েন্টিফোরের স্টাফ করেসপন্ডেন্ট মোঃ রাজীব সরকার, আলহাজ্ব হোসেন, হাজিনুর রহমান শাহিন, কামাল হোসেন বাবুল, সাব্বির আহমেদ রুবেল, মাহবুব হোসেন আকন্দ, মিলটন খন্দকার ও বায়েজিত হোসেনসহ গাজীপুর জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT

রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের নির্বাহী …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে মিলাত …

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …