
৮ ফেব্রুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলায় তাতুয়াকান্দি মদীনাতুল উলুম কওমী মাদ্রাসা ও এতিম খানা কতৃক আয়োজিত বার্ষিক ইসলামি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব এডভোকেট রফিক সিকদার। সভাপতিত্ব করেন বিসিআইসির সাবেক জিএম বাঞ্চারামপুর উপজেলার কৃতি সন্তান রফিকুল ইসলাম ।
মাদ্রাসার শিক্ষার্থী – শিক্ষক ও অভিভাবকগন যৌথভাবে প্রধান অতিথিকে রাস্তা থেকে শুভেচ্ছে ও স্বাগতম জানিয়ে মঞ্চে নিয়ে আসেন শ্রদ্ধা আর ভালোবাসার মমতার পরশে ।
ইসলামের আলোকে সম্মানিত করেন এহেন মেহমানকে — ওয়াজের আয়োজক কমিটি ।
রফিক সিকদার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন..
আজকের মাদ্রাসার শিক্ষার্থীরাই কোরআনের পাখী হিসেবে সমগ্র দেশকে আলোকিত করবে, শান্তি ও কল্যানের বার্তা ছড়িয়ে দিবে, এই প্রত্যাশা তিনি করেন ।
মাদ্রাসার সার্বিক উন্নয়ন এবং কল্যানে সমাজের বিত্তবান সবাইকে এগিয়ে আসার জন্য বিনীত আহবান জানান প্রধান অতিথি
এ সময় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আলহাজ্ব মতিউর রহমান জালু, এম এ আউয়াল, মো:আলম মিয়া, মুসলিম উদ্দীন, মুজিবুর রহমান, বায়োজিদ হোসেন, খোরশেদ আলম, আব্দুল মোন্নাফ,মো: নিজামুদ্দিন, আব্দুর রহমান শিমুলসহ ওয়াজ কমিটির আমন্ত্রিত প্রধান বক্তা বিশিষ্ট আলেমগন সহ সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ ।