
হামিদুল ইসলাম,
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) স্থানীয় গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সম্মানিত অতিথি ছিলেন কুমিল্লা জর্জকোর্টের নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট বদিউল আলম সুজন। এসময় তিনি বলেন -দীর্ঘ ১৬ বছর বাংলার জমিনে প্রাণ খুলে ওলামায়ে কেরামদের ওয়াজ মাহফিল তৌহিদী জনতা শুনতে পারে নাই।২০২৪ সালে জুলাই -আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ ২য় স্বাধীনতা লাভ করে। এতে অসংখ্য ছাত্র ও মুক্তিকামী মানুষ শাহাদাত ও পুঙ্গুত্ব বরণ করেছে। তাই আমাদের সকলকে ছাত্র সমাজের প্রত্যাশিত দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। কোনভাবেই ছাত্র সমাজের অর্জিত স্বাধীনতা কোন চক্রান্তকারীদের ষড়যন্ত্রের কাছে পদদলিত করতে দেওয়া যাবেনা। তিনি বলেন-ইসলামী জীবন ব্যবস্থা ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর এই জমিনে স্থায়ী ভাবে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাই কুরআন ও সুন্নাহর আলোকে সকল মুসলমানকে জীবন গঠনের আহবান জানান।
মাহফিলে প্রধান মুফাসসির ছিলেন হাজীগঞ্জ কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী।
প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ লাকসাম -মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম।
বিশেষ মুফাসসির ছিলেন ঢাকা মধুবাজার জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন, কুমিল্লা আদর্শ সদর জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক জিহাদী।
বিশেষ অতিথি ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আবুল বাশার প্রমুখ।