
কাজী হাবিব উল্লাহ রানা, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।
তারিখ- ০৮/০৩/২৫
পবিত্র মাহে রমজানে ইফতার ও দোয়ার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা করেছে দীঘিনালা উপজেলা বিএনপি।
শনিবার দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. সফিকুল ইসলাম।
সভায় আগামী ১৭ মার্চ ১৬তম রমজানে ইফতার ও দোয়ার মাহফিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক কাজী রানা, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।