মো: রিপন হাওলাদারঃ
বর্ণাঢ্য আয়োজনে ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশ (আইপিসিবি)’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আনজুমান আরা শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকতার অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আমরা’ এ স্লোগানে প্রতিষ্ঠিত ‘আইপিসিবি’ সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সংগঠনের সদস্যের দক্ষতা উন্নয়নে প্রেস কাউন্সিল থেকে পর্যায়ক্রমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। দেশ ও মানুষের কল্যাণে সাংবাদিকদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সারা দেশে সাংবাদিক সংগঠন নিয়ে তিনি বলেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন বাংলাদেশের দু’একটা জেলা শহর বাদে প্রত্যেকটাতে দুটি বা একাধিক করে প্রেসক্লাব আছে। উপজেলাতে ৭টা পর্যন্ত প্রেসক্লাব দেখেছি। যা দেখতে দৃষ্টিকটু, খারাপ লাগে। আপনারা খেয়াল রাখবেন এমনটি যেনো না হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: মফিজুর রহমান খান বাবু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আ. রাজ্জাক খান রানা, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ও বাংলাদেশ গ্রীন পার্টির চেয়ারম্যান আলহাজ কবি মো. মোজাম্মেল হক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পপতি এবং সমাজ সেবক এম এম এ কাদের, গোপালগঞ্জ জেলা যুব কল্যাণ সমিতি ঢাকা এর সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ ইকবাল, বিশিষ্ট চিত্রশিল্পী সৌদি হুসাইন সরকার মুরাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড ও মিডিয়া জার্নালিস্ট ক্লাব অফ বাংলাদেশ এর সভাপতি বাদল চৌধুরী | এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, সাংস্কৃতিক সংগঠক সাংবাদিক আশরাফ আখন্দ, বিশিষ্ট সাংবাদিক মো. শহীদুল ইসলাম স্বপন, বিশিষ্ট কণ্ঠশিল্পী মেহেরুন আশরাফ, বিশিষ্ট কণ্ঠশিল্পী ও বিশিষ্ট কথাশিল্পী এবং শিক্ষক তালুকদার লাভলী, সাংবাদিক বেলায়েত হোসেন, সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামির সরকার সবুজ, সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সহসভাপতি তপন আহমেদ, সাংবাদিক সবুজ, তাজীমুল হক,রিপন হাওলাদার প্রমুখ। বক্তারা পেশার অধিকার, মর্যাদা রক্ষায় সংগঠনের ভূমিকা অপরিসীম বলে জানান। তারা সংগঠনের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে ফুল দিয়ে সকলকে বরণ করে নেয়া হয়। এর আগে ‘সাংবাদিকতার অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আমরা’ এ শ্লোগান নিয়ে ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশ (আইপিসিবি) এর নতুন কমিটি গঠন করা হয়। পাঁচ বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট কমিটি পারষ্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ এবং পেশার মাধ্যমে দেশ ও বর্হিবিশ্বের সাংবাদিকদের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে সংগঠনটির যাত্রা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী তুষার আহমেদ।
আর/এইচ/সরে