নিজস্ব প্রতিবেদকঃ
আজ ১২ই অক্টোবর, দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে ইনসানিয়াত বিপ্লব, যারা একক গোষ্ঠীবাদি রাজনীতির বিরুদ্ধে এবং মানবতার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে। দলটি প্রেসক্লাব প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে, যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।
সমাবেশ শেষে বিশাল মিছিল নিয়ে তারা প্রধান উপদেষ্টা কার্যালয় অবরোধের উদ্দেশ্যে অগ্রসর হয়। তবে পুলিশের বাধার মুখে তারা সরাসরি অবরোধ করতে না পারলেও প্রতিনিধি দল কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে।
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিক্ষোভে ভাষণ দেন। তিনি একক ধর্ম ও গোষ্ঠীবাদী রাজনীতিকে মানবতার জন্য বিপজ্জনক উল্লেখ করে বলেন, “একক গোষ্ঠীর রাষ্ট্র আল্লাহ ও তাঁর রাসুলের দেয়া অধিকারগুলোকে বিপন্ন করে।” তিনি আরো বলেন, “বিগত আন্দোলনগুলো সফল হয়নি, কারণ সেগুলো একক গোষ্ঠীবাদী রাজনীতির হাতে পড়ে গিয়েছিল।”
ইমাম হায়াত মানুষকে এক হয়ে মানবতার রাজনীতির ভিত্তিতে ইনসানিয়াত বিপ্লবের লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান, যেখানে তিনি সকলের নিরাপত্তা, অধিকার এবং স্বাধীনতার জন্য কাজ করার অঙ্গীকার করেন।
সরে/আর/এইচ