মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

আ.লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যানকে ধরিয়ে দিলেন স্থানীয় জনতা

Logo
Desk Report 2 বৃহস্পতিবার, ০৭ ২০২৪, ১২:০০ অপরাহ্ণ

মোজাহের ইসলাম নাঈম,

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মেহেরাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (৬ নভেম্বর) রাত ১২ টায় নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা বাজারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. মেহেরাজ উদ্দিন দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি বুধবার (৬ নভেম্বর) সকালে নিজ বসতবাড়িতে অবস্থান নিয়েছেন বিষয়টি টের পেয়ে যৌথবাহিনী রাত ১২ টায় তার বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় বাসিন্দা জামসেদ ও বেলাল বলেন, মেহেরাজ দীর্ঘ ১০ বছর চেয়ারম্যান ছিল। সে ক্ষমতায় থেকে সাধারণ জনগণের জমি দখল করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আজ (বুধবার) সকালে নিঝুম দ্বীপ ঢুকে তার অতীতের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করার চেষ্টা করেছে। নৌবাহিনী ও পুলিশের সহযোগিতায় অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আশাকরি মেহেরাজ গ্রেপ্তার হওয়ায় পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহিদুল আনোয়ার বলেন, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মেহেরাজের বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে। তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত মেহেরাজ উদ্দিন নিঝুমদ্বীপে অবস্থান করায় স্থানীয়রা আইন শৃঙ্খলা বাহিনীকে জানায়। আমরা পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। হাতিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

ADVERTISEMENT

সাদ্দাম হোসেন, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর কবিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ম্যাজিস্ট্রেট। এ সময় বারবার সতর্ক করার …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি ও ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা …

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টারঃ ওমানকে হারিয়ে যুব এশিয়া কাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। মাঝের দুই ম্যাচ উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও …

চট্টগ্রাম ব্যুরো : চান্দগাঁও থানা অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই আজহারুল ইসালাম, এসআই লুৎফর রহমান,এএসআই সোহেল রানা, এএসআই রাজু …