আনিসুর রহমান পলাশ,
স্টাফ রিপোর্টারঃ
সোহাগ শ্রোতাদের জন্য সুখবর!
দীর্ঘদিন অপেক্ষার পর সোহাগ শ্রোতাদের জন্য আগামী ১০ই ডিসেম্বর বিকাল তিন টায় ভয়েজ অফ সোহাগ ইউটিউব চ্যানেলে আসছে (লাল টিপ) সেই চিরচেনা সোহাগকে পাওয়া যাবে এই গানে,
গানটির ভিডিও নির্মাণ করেছেন সুমাইয়া জামান,এবং গানটির মডেল চরিত্রে অভিনয় করেছেন মনির শামিম ও ফাতেমা,,মাটি ও মানুষের চিন্তা করে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে।
গানটির কথা ও সু সংগীত সোহাগ নিজেই করেছেন, সোহাগ আশা করছে গানটি সবার মনে জায়গা করে নেবে,,, এছাড়াও সোহাগ বলেন আরও নতুন কিছু গান আসছে,,, আমার শ্রোতাদের ভালোবাসা নিয়ে আমি আরো এগিয়ে যেতে চাই।
ADVERTISEMENT
1