ঢাকা জেলা উত্তর বিশেষ প্রতিনিধি ফরিদ চিশতী:-
আশুলিয়া বাদী রায়ের পর মানববন্ধন করেন অপরদিকে বিবাদী রায়ের বিরোধী মানববন্ধন উভয় পক্ষ জমি দাবি করেন বাদী পক্ষ রায় অস্বীকার করেন জমি দাবি করেন।
বাদীর আরজি ৩-১০-২০০৬ যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত দেওয়ানি মোকদ্দমা নং ৪০০ /২০০৬
বাদী ইয়াকুব আলী খা গং মামলা দাখিল করেন ধারাবাহিকতা ভাবে মামলাটি চলমান হয় বিভিন্নভাবে পর্যবেক্ষণ ও কাগজপত্র যাচাই বাছাই করে ভূমি অধিদপ্তর বিভিন্ন প্রশাসনের মাধ্যমে জমিনের তথা সঠিক বলে প্রতিবেদনের মাধ্যমে সাক্ষী সমস্ত গণের স্বাক্ষরে
৩১-৭- ২০২৩ইং যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের
এই মামলাটি রায় হয় বিবাদী সাইদুর রহমান ওরফে সোনামিয়া গংদের পক্ষে মামলার ডিগ্রী রায় হয়।
বাদি পক্ষে রায়ের বিরোধী ক্ষিপ্ত হয় ঢাকা-১৯ সাভার আশুলিয়া আসনের হাত পাখা মার্কার প্রার্থী ফারুক খান মিডিয়ার মাধ্যমে জানায় লোকবল নিয়ে জমিতে প্রবেশ করে বিবাদীগণ বিরোধী অভিযোগ করে মিডিয়ার কে বলেন। বিবাদী সাইদুর রহমান গং তারা আদালতের রায়ের পর মিডিয়া মাধ্যমে দেশবাসীকে জানান, ‘আমার পিতার সম্পত্তি আদালত রায় দেওয়ার পর আদালত ও সর্ব আইনের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করি’। বাদীর মিডিয়া অভিযোগ মিথ্যা বলে জানান বিবাদী রায় নিয়ে জমিনে যাওয়ার আগে বাদী লোকবল নিয়ে প্রবেশ করেন। আমি রায় পেয়ে আইনের আশ্রয়ের সহযোগিতা কামনা করি। আইনের সহায়তা মাধ্যমে আমার পিতার জায়গা বুঝে নিবো বলে আমরা আশা প্রত্যাশা মিডিয়ার মাধ্যমে জানাই বাদি আপিল করবেন । বিবাদীরা সে আপিলের জবাব দিবেন। বিবাদীগন ডিগ্রি নিয়ে জমিনে ভোগ করার৷ সহযোগিতা সর্ব আইনের প্রতি সহযোগিতা কামনা করেন সাইদুর রহমান ওরফে সোনা মিয়া,আব্দুল বারেক ভূঁইয়া, আব্দুল মান্নান ভূঁইয়া,আপেল মাহমুদ৷ হান্নান ভূঁইয়া, আব্দুল কুদ্দুস ভূঁইয়া , হাজী জামান ভূঁইয়া সকলের পিতা মৃত হাজী ফইজুদ্দিন ভূঁইয়া । তারা আল্লাহর কাছে রায়ের পক্ষে শুকরিয়া জানান এবং মেম্বার জলিল উদ্দিন রাজন ভূইয়ার বিরোধী বাদি পক্ষ মিথ্যা অভিযোগ করেন তারও তীব্র নিন্দা প্রতিবাদ জানায় বিবাদীগণ।