
মোঃ রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার
সাভারের আশুলিয়ার বাইপেল সংলগ্ন বগাবাড়ি চাউল পর্ট্টি ও স মলি সংলগ্নে মহিলা মাদক বিক্রেতাদের উপদ্রব।প্রতিদিন সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত মাদক ব্যবসায়ী নারী পুরুষ অবাধে চা দোকানি ও বিভিন্ন দোকানে বসে আড্ডা দিয়ে যাচ্ছেন।পাশাপাশি
দেহ ব্যবসায়াীরা খদ্দের কে চুক্তি অনুযায়ী টাকা নিয়ে পাঠিয়ে দিচ্ছেন গন্তব্য স্থানে।মোবাইলের মাধ্যমেও খদ্দের সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন তাদের আস্থানায়।গত কয়েকদিন পূর্বে একজন নাইটগার্ড নারী ও খদ্দের সহ ধরা পড়লে। বাড়ীর মালিক অসাধু নাইটগার্ড কে বেদমপ্রহর করে বাড়ি থেকে বিতাড়িত করেন।অপরদিকে বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকরে নিয়ে আসছেন এই বাজারটি তে। বাজারের সকল মানুষ এধরনের কর্মকান্ড উপলব্ধি করে,তবে প্রকাশ করতে সাহস পায়না।ছিনতাইকারী মাদক সিন্ডিকেট ও দেহ ব্যাবসায়ীদের চক্র অনেক বড়।কেউ কিছু বললে তেড়ে আসে তাদের কে মারতে।উক্ত এলাকার বাসা বাড়ি মালিকেরাও মাদককারবারীদের কাছে তুচ্ছরূপ।কিছু বলতে পারেনা এই সিন্ডিকেটদের বিরুদ্ধে।সংবাদকর্মীরাও নিরাপদ নয়,পুলিশ প্রশাসনে অনেক সময় দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছেন। এ সিন্ডিকেট থেকে প্রতিকার পাচ্ছেনা কেহই। এ রোডটির দোকান পাঠ রাত্র দশটা পর্যন্ত খোলা রাখার কথা থাকলেও,বহালতবিয়তে রাত দুইটা পর্যন্ত খোলা রাখছে।প্রতিনিয়ত চুরি হচ্ছে মোবাইল ফোন সহ গুরুত্বপূর্ণ জিনিষ পত্রাদি। অসাধু মাদকসেবী ও মাদককারবারীদের আস্থানা চায়ের আড্ডায়।এ রোডটি দখল করে গড়ে তুলেছেন পুরানো কাপড় পট্রি ও বিভিন্ন দোকান সামগ্রী। সাধারণ জনতার চলাচলে ব্যাপক বাঁধা সৃষ্টি ও এক্সিডেন্ট হচ্ছে প্রতিনিয়ত।রোড দখল করে রাখা দোকানগুলো উচ্ছেদ করে।জনগনর চলাচলের ব্যবস্থা সুগম করতে এলাকাবাসীর প্রানের দাবী। পাশাপাশি মাদককারবারী মাদকসেবীদের আস্থানা গুড়িয়ে দিতে রাত দশটার মধ্যে সকল দোকানপাট বন্ধ রাখতে প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করেন এলাকাবাসী।