মোঃরবিউল ইসলাম রবি স্টাফ রিপোর্টার
আশুলিয়া থানার আশুলিয়া ইউপির ২ নং ওয়ার্ড এর দুর্গাপুর মুন্সী বাড়ির মহল্লাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপির সমর্থক হওয়ায়।দির্ঘদিনের একটি কাঁচা রোড পাকা করেননি সাবেক শৈরাচার সরকারের দোসররা।এলাকাবাসীরা বলেন একই রোডে অবস্থিত মেম্বার জাকির এর বাড়ির সামনে পর্যন্ত আর সি সি দ্বারা ঢালাই রাস্তা নির্মান।অপর প্রান্তেও রাস্তা আর সি সি দ্বারা ঢালাই করন সম্পন্ন।তবে মধ্যখানে মসজিদে যাওয়ার ও বাজারের ওঠার একমাত্র রাস্তাটি রেখেছেন কাঁচা অবহেলিত।যেটা বড়ই দুঃজনক বৃষ্টি হলে কাঁচা রাস্তাটি পুকুর নদি নালায় পরিনত হয়।মুন্সী বাড়ি মসজিদ এর ইমাম সাহেব বলেন।এই রোডটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে প্রচণ্ড কাঁদা হয়,মুসল্লীরা নামাজ পড়তে যেতে পারেনা,রিকশাচালকেরা কাঁচা রাস্তার গর্তে পড়ে আহত হয়।অসুস্থ রুগী নিয়ে হাসপাতালে বের হওয়া যায়না,গর্ভবতী মহিলাদের মেডিকেলে নিতে একটি গাড়ি ও আসেনা।ছোট্র ছোট্র সোনামণিরা স্কুল কলেজ মাদ্রসায় যেতে পারেনা।এলাকার সাধারণ জনগন বলেন রোডটি কাঁচা রাখছে শুধু দলীয় কোন্দলে।আমরা দলীয় কোন্দল চাইনা আমরা রাস্তা চাই।আশাকরি বর্তমান সরকার ও বর্তমান আশুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউপি সচিব সকলেই সুদৃষ্টি দিয়ে আমাদের মসজিদগামী অবহেলিত জনপদে পাকা রোড নির্মান করে দিবেন।পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ জনসাধারণ ও সুশীল সমাজের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী। নতুন দেশে সৈরাচার মুক্ত হিংসা বিদ্বেষ অহংকার ভুলে মানুষের কল্যানে এগিয়ে আসুন আপনিও।
বৈষম্য প্রতিরোধে শান্তি সম্মাননা পেলেন মুক্তি সমাচারের সিনিয়র বার্তা সম্পাদক সাংবাদিক আনজার শাহ
মাহবুব আলম, স্টাফ রিপোর্টার: রাজধানীতে বিশ্ব শান্তি দিবস পালনে ৩৫...