মোঃ রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার
আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন নির্বাচন কে কেন্দ্র করে বাংলার সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হই ।শনিবার ১৮ ই মে বেলা দশটায় পশ্চিম ডেন্ডাবর শামসুল হক হাইস্কুল মাঠ সংলগ্ন হাবিব রিসোর্ট কমিউনিটি কম্পেলেক্সে ধামসোনা ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ড এর আয়োজনে।মোহাম্মদ আলী জিন্নাহ কে চেয়ারম্যান প্রার্থী হতে আনুষ্ঠানিক ঘোষনা দেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা (অবঃ) ক্যাপ্টেন সালাউদ্দিন আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে।উপস্থিত ছিলেন বাংলার সুর্য সন্তান ২ শ র ও বেশি বীর মুক্তিযোদ্ধা ও পরিবার
এসময় সবাই একবাক্যে মোহাম্মদ আলী জিন্নাহ কে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচন করতে সম্মতি দেন।
সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও শীতের চাদর উপহার দেয়া হয়।চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ বলেন। আপনারা সকলে অবগত আছেন যে আমার হাবিব ক্লিনিক আছে। বীর মুক্তিযোদ্ধাদের অসুস্থতায় আমাকে স্বরন করলে আমি বিশেষ ছাড়ের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।তাছাড়া আমি নির্বাচিত হতে পারলে বীর মুক্তিযোদ্ধাদের পরিষদে আসা লাগবে না, তাদের সেবা বাড়ি বাড়ি পৌছে দেয়া হবে ইনশাআল্লাহ। সকলের নিকট দোয়া ও সমর্থন আশাকরি। এ সময় দোয়া ও মোনাজাত পাঠ করে দুপুরের খাবারের মাধ্যমে অনুষ্ঠানের ঘোষনা করেন।