মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
আশুলিয়ার পল্লীবিদ্যুৎ অঞ্চলের ডেন্ডাবর থেকে,ধামসোনা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হাবিব ক্লিনিকের মালিক মোহাম্মদ আলী জিনাহ র বাড়িতে অভিনব কায়দায় ডাকাতি।
সোমবার রাত্র ১২ টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলাকালীন সময়ে ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল।মুখে কালো কাপড় পরিহিত দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির দুই তলার জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে।ভিতরে প্রবেশ করেই বাড়ির সকল কে অস্ত্রের মুখে জিম্মি করেন।এবং তাদের মুখ হাত পা বেঁধে ফেলেন। ডাকাত দলেরা নগদ ১ লক্ষ ১২ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এর আগে গত ২৬ শে মে রাত্র ১২ টার সময় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ হাজী সোনামিয়া রোড অঞ্চল থেকে দৈনিক মুক্ত খবর পত্রিকার(স্টাফ রিপোর্টার)সেলিম রেজার পালসার মোটরবাইক ঢাকা মেট্র ল (৩৯ ২৪ ১৮)টি বাসার গেইট এর তালা কেটে চুরি করে নিয়ে যায়।যার সিসি টিভি ফুটেজ সংরক্ষিত।
চুরি ডাকাতি ছিনতাই লেগেই আছে এ অঞ্চলে।মোটরবাইক চুরি হয়েছে মর্মে সাংবাদিক সেলিম রেজা,আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এ এফ এম সায়েদ বরাবর অজ্ঞাতনামা আসামী করে(২৮/০৫/২০২৪) একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ডাকাতির খবর পেয়ে আশুলিয়া থানার চৌকস পুলিশ অফিসার ওসি তদন্ত মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় ওসি তদন্ত মাসুদ রহমান বলেন চুরি ও ডাকাতির ঘটনা সমূহ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।