স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবি
আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ খন্দকার মামুন বিপ্লব এর আত্তার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।রবিবার ১৫ সেপ্টেম্বর২০২৪বেলা ৫ টায় ধামসোনা ইউনিয়ন এর মধ্য গাজীরচটে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রধান অতিথি
ডাঃ আসাদুল্লাহ আহমেদ দুলাল(সাধারন সম্পাদক) ধামসোনা ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি মোঃ নজরুল ইসলাম(সহ-সভাপতি)আশুলিয়া থানা বিএনপি,(যুগ্ম-সম্পাদক)ঢাকা জেলা বিএনপি।আবু বক্কর বাক্কা(সভাপতি)৮ নং ওয়ার্ড বিএনপি।বাবুল হোসেন(সভাপতি) স্বেচ্ছাসেবক দল ধামসোনা ইউনিয়ন।জাকির হোসেন(সাংগঠনিক সম্পাদক) স্বেচ্ছাসেবক দল ধামসোনা ইউনিয়ন।আবুল হোসাইন মুন্সী, সাবেক(যুগ্ম সম্পাদক)ঢাকা জেলা ছাত্রদল।মাহে আলম (যুগ্ম সম্পাদক)শ্রমিক দল ধামসোনা ইউনিয়ন।মাহফুজা বেগম পলি(সাংগঠনিক সম্পাদক)আশুলিয়া থানা মহিলা দল।জালাল আহম্মেদ(যুব নেতা)নুর আলম(সাংগঠনিক সম্পাদক)তাঁতীদল আশুলিয়া থানা।শারমিন সুলতানা, (সাধারণ সম্পাদক)৭ নং ওয়ার্ড মহিলা দল।জাহিদ হোসেন, যুবদল নেতা,মিলন মিয়া,যুবদলনেতা সহ উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি ও বি এনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী আমজনতা।
এসময় ধামসোনা ইউনিয়ন বি এনপির সাধারণ সম্পাদক ডাঃ আসাদুল্লাহ আহমেদ দুলাল বলেন,দেশের চলমান পরিস্তিতে মানুষের কল্যানে সকলকে এগিয়ে আসার আহবান রহিলো।নিহত সকল ছাত্র জনতা শহীদদের আত্তার মাগফিরাত কামনা করি।যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে সকলের রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করি।বি এনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ রহিলো আপনাদের সাধ্যমত আহত অসহায় পরিবারের পাশে দাঁড়ান।আসুন দেশের কল্যানে সকল ভেদাভেদ ভুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপিকে সমর্থন করি।দেশের উন্নয়নে মানুষের কল্যানে ভোটারাধিক ফিরিয়ে দিতে জনগনের বাক স্বাধীনতা উন্মুক্ত রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপি র বিকল্প নাই।এ সময় দোয়া ও মোনাজাত শেষে তাবারুক বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরি সমাপ্তি ঘোষণা করেন।