
মোঃ রবিউল ইসলাম রবি
স্টাফ রিপোর্টার
সাভারের আশুলিয়ায় গাজা সহ এক নারীকে আটক করেছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।ঘটনাটি গত ২৯/০১/২০২৫ বৃহস্পতিবার বিকালে আশুলিয়া থানার বগাবাড়ি বাজারে ঘটে।গাজা সহ আটক রিনা খাতুন বয়স ৪০ স্বামী মফিজুল হক।পাঁচ সন্তানের জননী সর্ব কনিষ্ঠ সন্তান দুই বছরের দুধের বালক।আটক হওয়া রিনা খাতুনের মা রাহেলা বেগম.বলেন।আমার মেয়ে কোনো মাদক কারবারে জড়িত নয়।সে তার স্বামী সন্তান পরিবার পরিজন নিয়ে জীপনযাপন করে।এদিন বাচ্চার দুধ ও ঔষধ কিনতে বাজারে গেলে।পেশাদার মাদক ব্যবসায়ীরা ডিবি পুলিশ বাজারে এসেছে এমন খবর পেয়ে,দৌড়ায়ে পালোনার সময় গাজার পোটলা আমার মেয়ের দিকে ছুড়ে মারে।ডিবি পুলিশে সেটিকে আমার মেয়ের নিকট থেকে উদ্ধার হয়েছে মর্মে দেখিয়েছে।যেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।অপরদিকে আটক হওয়া রিনা খাতুন এর স্বামী মফিজ উদ্দিন বলেন,আমার স্ত্রী মাদকচক্রের সাথে জড়িত নয়।তাকে গ্রেফতার করে একটি সিণ্ডিকেট আমার নিকট তিন লক্ষ টাকা দাবি করে।আমি একজন দিনমুজুর গরিব মানুষ এত টাকা যোগাড় আমার পক্ষে সম্ভব হয়নি।পুলিশ প্রশাসন আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার স্ত্রীকে হিরোইন সহ গ্রেফতার দেখিয়ে চালান দিয়েছে।সত্যের জয় চিরকাল বিচার আল্লাহ করবে।
আশুলিয়ার বগাবাড়ি বাইপাইল বালুর মাঠ বুড়িরবাজার সহ একাধিক স্থানে মাদককারবারী রা গাজা হিরোইন সহ বিভিন্ন প্রকারের মাদক ওপেন ক্রয় বিক্রয় করছে।
প্রশাসনের একটি অংশ এখান থেকে মাসোয়ারা নিচ্ছে বিধায়।এগুলো বন্ধ হচ্ছেনা।বরং মাদকের আড্ডা ও মাদক ব্যবসা চলছে রমরমা।