
শাহারিয়ার সুমন -প্রতি বছরের মতো জানুয়ারির ১৯,২০ তারিখ শুক্র শনিবার লাগাতার দুই দিন ব্যাপী মহাসমারোহে উদযাপিত ওরশ মাহফিলে যোগদান করেন দেশবরেণ্য ওলামা আলেম গণ।
প্রতিবছরই এ ওরশে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে লক্ষ লক্ষ আশেক ভক্তগণ উপস্থিত সমাগমের মাধ্যমে ওরশউদযাপন হয়ে থাকে।নগরীর বায়েজিদ থানা এলাকার অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের মাঝ বরাবর ওয়াজেদি শাহী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ এবং আল্লামা ছালে জহুর ওয়াজেদি (রাঃ)’র মাজার প্রাঙ্গণে বিশাল ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
বর্তমানে গাদি নাশী শাজ্জাদানশীন শাহাজাদা আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইয়াসিন বলেন, আমার বাবা একজন ধার্মিক, শিক্ষা অনুরাগী ও দানবীর পরহেজগার ব্যক্তি ছিলেন, সব সময় মানুষের কল্যাণে কাজ করে গেছেন তিনি আমাদেরকে বলে গেছেন যতদিন তোমরা বেঁচে থাকবা ততোদিন এতিম গরীব-অসহায় হতদরিদ্র মানুষকে সাহায্য ও সেবা প্রদান করবে।এসময় তিনি আরও বলেন; আমরা পাঁচ ভাই পিতার আদর্শ শিক্ষানুযায়ী অত্র এলাকা তথা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মানবিক সেবাগুলো দিয়ে থাকি।বিশেষ করে দেশের বৃহত্তর শাহ আমানত হজ্জ কাফেলা এটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের পিতা আল্লামা ছালে জহুর ওয়াজেদি (রাঃ)।
প্রতি বছর ৬০/৭০ জন আলেম ইমামগণদের আমাদের কাফেলার অর্থ দিয়ে হজ্জ করতে নিয়ে যাওয়া হয়।
কারণ অনেক আলেম ও ইমামগণ আছেন যারা অর্থাভাবে আল্লাহর রাসূলের দেশ মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা থাকলো যেতে পারে না।তাই আমাদের পিতার ইচ্ছা খুবই মহৎ বলে তাঁর হুকুম পাঁচ ভাই মিলে পালন করে আসছি।
শাহাজাদা মোঃ সাইফুদ্দিন বলেন; অন্যান্য বছরে থেকে এ বছরে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে।বিশেষ করে আল্লামা ছালহে জহুর ওয়াজেদীর বার্ষিক ওরস মাহফিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বোরহান উদ্দিন সহ আরও দেশবরেণ্য ব্যক্তিগণের আন্তরিক উপস্থিত ছিলো।এছাড়া ওরশ পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ মনসুর আলম বাদশা, সদস্য সচিব এস,এম রিদোয়ান উপস্থিত ছিলেন।এতে আরও উপস্থিত হয়েছিলেন সম্মানিত মেহমান, আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, মোহাম্মদ মাওলানা ইকবাল কাদেরী, মাওলানা মোঃ ইউসুফ আল কাদেরী, মাওলানা মোঃ লিয়াকত আলি নোমানী।
এসময় উপস্থিত অতিথিদের মধ্যে আলহাজ্ব মাওলানা মোঃ ইয়াসিন বলেন; আমি একজন অলির দরবারের অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি।এছাড়া ওরশ কমিটির সদস্য সচিব মোহাম্মদ এস এম রিদোয়ান বলেন এবার আমাদের ওরশ শরীফে অনুষ্ঠানে ৪০ থেকে ৫০ হাজার মানুষের সমাগম হয়েছে ইনশাআল্লাহ ।