
নিউজ ডেস্ক:
২৬ জানুয়ারি ঢাকার অদূরে নবাবগঞ্জে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন এবং সভাপতিত্ব করেন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট রফিক সিকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু তোহা, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম, বাঞ্ছারামপুর সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: আব্দুর রহিম, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ব্যারিস্টার হেদায়েত হোসেন চৌধুরী, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আলমগীর হোসেন, তোজাম্মেল হোসেন চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন।
সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলি, প্রশাসনের কর্মকর্তা-ককর্মচারী, ছাত্র- ছাত্রী, অভিভাবক মন্ডলী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ।
সকালে কলেজ স্কাউটস দলের গার্ড অব অনার শেষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে খেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী রফিক সিকদার ও প্রধান অতিথি ডক্টর জাহাঙ্গীর আলম ।
কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ পূর্বে প্রধান অতিথি বলেন৷ ” শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের আরও বেশি গবেষণা করতে হবে। আর শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে তাদের পাঠ্যবইয়ের প্রতি এবং লেখাপড়ার প্রতি।
এসময় সভাপতি রফিক সিকদার বলেন, “ছাত্ররাই বায়ান্নর রাষ্ট্রভাষা আন্দোলন, ৬২, ৬৯ ‘এ গণ অভ্যুত্থান ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ৯০ এর গনঅভ্যুত্থান সর্বোপরি ২০২৪ সালে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র গণঅভ্যুত্থান সকল অর্জনের পিছনেই ছাত্রদের ভুমিকা অগ্রগন্য । আজকের ছাত্ররাই আগামীর নিরাপদ বাংলাদেশ বিনির্মানে ভুমিকা রাখবে । একটি সুষ্ঠু নির্বাচনই আমাদের কাংখিত গনতন্ত্রকে জনগনের কাছে পৌঁছে দিতে পারে । উক্ত কলেজের সার্বিক কল্যানে সমাজের সবাইকে এগিয়ে আসবার আহবান জানান ।”
এদিকে নবাবগঞ্জের শিকারী পাড়ায় প্রতিষ্ঠিত তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের প্রতিষ্ঠাতা তোজাম্মেল হোসেন বাবর মিয়ার কবর জিয়ারত করে মরহুমের আত্মার শান্তি কামনা করা হয় ।
সবুজ -শ্যামল বিশাল এই কলেজ ক্যম্পাস নানান রংগে সাজিয়ে থাকা এবং দেয়াল লিখন, খেলাধুলা অতিথিদের আগমনে একটি আনন্দঘন স্মৃতিময় দিন হিসেবে স্মরনীয় হয়ে থাকবে।
###