
মাইদুল হক মিকু, স্টাফ রিপোর্টার:
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলাধীন চিকনিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সম্মুখে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত অনুমান সাড়ে এগারোটার দিকে চিকনিকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ চিকনিকান্দি বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার সময় চিকনিকান্দি বাজার সংলগ্ন মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলছিলো। বেশক’জন দুর্বৃত্ত আকস্মিকভাবে বাজারে ঢুকে দুটি ককটেল বিস্ফোরণ করে। বিকট শব্দে এলাকার বাসিন্দারা আতংকিত হয়ে এদিক সেদিক ছোটাছুটি করে। বাজারের নৈশপ্রহরীর ডাক চিৎকার ও হুড়োহুড়ি দেখে সন্ত্রাসীরা সাথে থাকা ককটেল ও পেট্রোল বোমা রেখে পালিয়ে যায়।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল ও ৪ অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করেছে। এ ঘটনায় গলাচিপা থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নাম্বার ০১
এঘটনায় সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) ও গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চিকনিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে পাকা রাস্তার পাশ থেকে লাল কসটেপ মোড়ানো চারটি ককটেল ও চারটি পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে। এ বিষয় গলাচিপা থানায় একটি মামলা রুজু করা হয়েছে, মামলা নম্বর ০১ । আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।