রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

আলীকদম জোন জনগোষ্ঠীর নিরাপত্তা, শিক্ষা- সামাজিক উন্নয়নে কাজ করছে

Logo
sorejomink2020@gmail.com রবিবার, ০৬ ২০২৪, ৮:২০ অপরাহ্ণ

বান্দরবানে আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থীদের গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের মাঝে প্রায় চার লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছেন। প্রতি মাসে এই অনুদান প্রদান করেন জোন। এই ধারাবাহিকতায় রোববার (৬ অক্টোবর ) সকাল ১১টায় আলীকদম সেনা জোন ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের খাবার বিলসহ তিন লক্ষ চুরাশি হাজার একশত তেত্রীশ টাকা আর্থিক অনুদান প্রদান করেন জোন।
অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক, মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ মিলন পিএসসি। অন্যান্যদের মাঝে ছিলেন জোনাল স্টাফ অফিসার মেজর মোঃ পাভেল মাহমুদ রাসেল। অনুষ্ঠানে প্রধান অতীথি বলেন, আলীকদম জোন ঔতিহ্যগতভাবে জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা, বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ অব্যাহত রেখেছে ভবিষ্যতেও থাকবে। এছাড়াও আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের মাঝে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এই অঞ্চলের জনগোষ্ঠীর শিক্ষা বিস্তারে সজাগ দৃষ্টি রাখছে, বিশেষ করে পশ্চাদ পদে বসবাসকারী মুরুং নৃ-গোষ্ঠীর সন্তানদেরকে দীর্ঘকাল থেকে লামা-আলীকদমে আবাসন সুযোগসহ যাবতীয় সহায়তা দিয়ে আসছে। সবাইকে সম্প্রীতির বন্ধনে থেকে শান্তিপূর্ণ পরিবেশ ও সহাবস্থান নিশ্চিত করার আহবান জানানো হয়।

ADVERTISEMENT

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের পতিত …

মাসুম বিল্লাহ, আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছে। বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখল করে আসাদকে দেশ ছাড়তে …

আনিসুর রহমান পলাশ, স্টাফ রিপোর্টারঃ সোহাগ শ্রোতাদের জন্য সুখবর! দীর্ঘদিন অপেক্ষার পর সোহাগ শ্রোতাদের জন্য আগামী ১০ই ডিসেম্বর বিকাল তিন টায় ভয়েজ …

মোজাহের ইসমাইল নাঈম. ব্যুরো চীফ নোয়াখালী: এক সময়ের চিরযৌবনা,খরস্রোতা ও ব্যস্ততম সূর্যমুখী খাল এখন যৌবন হারিয়ে অস্তিত্ব সংকটে। যেখানে বছরের অধিকাংশ সময়ই …