
স্থানীয় ক্ষুদ্র যান চালক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন আলীকদম জোন কমান্ডার। লামা-আলীকদমে অভ্যন্তরীন যানঝটে, জনদুর্ভোগ লাগবে এই মতবিনিময় সভার আয়োজন করেন জোন সদরের আউটডোর হলরুমে। মঙ্গলবার ১০ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান পিএসসি বলেন, জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি রাস্তা ঘাটের ব্যাপক উন্নতি হয়েছে। বিভিন্ন ধরণের যান্ত্রিক যান ব্যবহার জনগনের জন্য যোগাযোগ ব্যবস্থায় যেমন সহজ হয়েছে, তেমনি এই পেশায় আয় নির্ভর অনেক পরিবার। কিন্তু রাস্তা ঘাটে যানঝটে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। কিশোর-যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো ও ট্রাফিক আইন না মানার প্রবণতা দুর্ঘটনা ঘটছে। নিবন্ধিত, অনিবন্ধিত মোটরসাইকেলসহ অন্যান্য যানের সংখ্যাও বেড়ে চলছে। জোন কমান্ডার আরো বলেন, যানঝটমুক্ত পরিবেশ রক্ষা ও চালকদের পেশাদারিত্বের উৎকর্ষতা সাধনে সেনাবাহিনী আলীকদম জোন সহযোগিতা করবে। এ ক্ষেত্রে চালক সংগঠনগুলো, জনদুর্ভোগ নিরসনে চালকদের মধ্যে শৃঙ্খলাবোধ সৃষ্টি করতে হবে। ট্রাফিক আইন সচেতন হতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনের উপ অধিনায়ক মেজর মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ইলিক্ট্রনিক মিডিয়ার সংবাদ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গক্রমে প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনগোষ্ঠীর আপদকালীন সময়ে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার সাধারণ জনগণের যে কোন প্রয়োজনে নিরলসভাবে কাজ করে যাবে।