আবু জুয়েল নুরখান-শিক্ষার আলোয় আলোকিত হোক’ সম্প্রীতির বান্দরবান। এই স্লোগানকে সামনে রেখে ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান রিজিয়ন কর্তৃক স্কুল ব্যাগ বিতরণ করা হয়। ১৮ ফেব্রুয়ারি আলীকদম উপজেলা করুকপাতা মৈত্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের হাতে জোন কর্তৃক ব্যাগ প্রদান করেন। স্কুল কর্তৃপক্ষ জানান, রোববার কুরুকপাতা মেনদন পাড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন্ট মাজহারুল ইসলাম ছাত্র ছাত্রীদের হাতে এসব ব্যাগ তুলে দেন।
ADVERTISEMENT
0